সখি কি পুছসি অনুভব মোয়

কবিবল্লভ। অনুরাগ সখি কি পুছসি অনুভব মোয় সোই পিরীতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হোয়।। জনম অবধি হাম রূপ নেহারুলুঁ নয়ন না তিরপিত ভেল।লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলুঁ তবু হিয়ে জুড়ন না গেল।।সোই মধুর বোল শ্রবণহি শুনলুঁ শ্রুতি পথে পরশ ন গেল। কত মধু যামিনী রভসে গোড়ায়ঁলুনা বুঝলুঁ কৈছ’ন কেল।। কত বিদগধ জন রসে …