দাঁড়াইয়া নন্দের আগে গােপাল কান্দে অনুরাগে

বলরাম দাস । কৃষ্ণের বাল্যলীলা দাঁড়াইয়া নন্দের আগে গােপাল কান্দে অনুরাগেবুক বাহিয়া পড়ে ধারা।না থাকিব তােমার ঘরে অপযশ দেহ মােরেমা হইয়া বলে ননিচোরা ।।ধরিয়া যুগল করে বাঁধিয়া ছান্দন ডােরেবাঁধে রাণী নবনী লাগিয়া।আহীর রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশেহয় না দেখ সুধাইয়া ।।অন্যের ছাওয়াল যত তারা ননি খায় কতমা হইয়া কেবা বান্ধে কারে।যে বল সে বল মোরে না …