নীরদ নয়নে নীরঘন সিঞ্চনে

গোবিন্দদাস । গৌরাঙ্গবিষয়ক পদ নীরদ নয়নে নীরঘন সিঞ্চনেপুলক-মুকুল অবলম্ব।স্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়তবিকশিত ভাব-কদম্ব।।কি পেখলুঁ নটবর গৌরকিশোরঅভিনব হেম কল্পতরু সঞ্চরুসুরধুনী-তীরে উজোর।।চঞ্চল চরণ কলমতলে ঝঙ্করুভকতভ্ৰমরগণ ভাের।পরিমলে লুবধ সুরাসুর ধাবইঅহনিশি রহত অগাের।।অবিরত প্রেম রতন ফল বিতরণেঅখিল মনােরথ পুর ।তাকর চরণে দীনহীন বঞ্চিতগােবিন্দদাস রহুঁ দূর।। আলােচনা আলোচ্য পদে শ্রীগৌরাঙ্গের অনুপম ভাবকান্তি এবং করুণাঘন, রসস্নিগ্ধ, দিব্য মাধুরীর চিত্র অঙ্কিত …