সই কেবা শুনাইল শ্যামনাম

চণ্ডীদাস । পূর্বরাগ সই, কেবা শুনাইল শ্যামনাম।কানের ভিতর দিয়া মরমে পশিল গাে আকুল করিল মাের প্রাণ।। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে।জপিতে জপিতে নাম অবশ করিল গােকেমনে পাইব সই তারে।।নাম পর তাপে যার ঐছন করিল গোঅঙ্গের পরশে কিবা হয়।যেখানে বসতি তার নয়নে দেখিয়া গােযুবতী ধরম কৈছে রয়।।পাসরিতে করি মন পাসরা না যায় …