আলো মুঞি জানো না

জ্ঞানদাস । পূর্বরাগ আলো মুঞি জানো না—জানিলে যাইতাম না কদম্বের তলে।চিত মোর হরিয়া নিল ছলিয়া নাগর ছলে।।রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল।যৌবনের বনে মন হারাইয়া গেল।।ঘরে যাইতে পথ মোর হৈল অফুরাণ।অন্তরে বিদরে হিয়া কিবা করে প্রাণ।।চন্দন চান্দের মাঝে মৃগমন্দ ধান্ধা।তাঁর মাঝে পরাণ পুতলি রৈল বান্ধা।।কটি পীতবসন রসনা তাহে জড়া।বিধি নিরমিল কুল-কলঙ্কের কোঁড়া।।জাতি কুল শীল সব …