দাঁড়াইয়া নন্দের আগে গােপাল কান্দে অনুরাগে

দাঁড়াইয়া নন্দের আগে গােপাল কান্দে অনুরাগে | বলরাম দাস । কৃষ্ণের বাল্যলীলা ‘দাঁড়াইয়া নন্দের আগে গােপাল কান্দে অনুরাগে’ মূল পদ দাঁড়াইয়া নন্দের আগে গােপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পড়ে ধারা। না থাকিব তােমার ঘরে অপযশ দেহ মােরে মা হইয়া বলে ননিচোরা ।। ধরিয়া যুগল করে বাঁধিয়া ছান্দন ডােরে বাঁধে রাণী নবনী লাগিয়া। আহীর রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে …