ঘরের বাহিরে দন্ডে শতবার

চণ্ডীদাস । পূর্বরাগ ঘরের বাহিরে দন্ডে শতবারতিলে তিলে আইসে যায়।মন উচাটন নিশ্বাস সঘনকদম্ব-কাননে চায় ||রাই এমন কেন বা হৈল।গুরুর দুরজন ভয় নাহি মনকোথা বা কি দেব পাইল।।সদাই চঞ্চল বসন-অঞ্চলসম্বরণ নাহি করে।বসি থাকি থাকি উঠয়ে চমকিভূষণ খসাঞা পড়ে।।বয়সে কিশোরী রাজার কুমারীতাহে কূলবধূ বালাকিবা অভিলাষে বাঢ়য়ে লালসেনা বুঝি তাহার ছলা।।তাহার চরিতে হেন বুঝি চিতেহাত বাঢ়াইল চাঁদেচণ্ডীদাস কয় …